আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বড়লেখা হানাদার মুক্ত দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৫:০০:০৯

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড যৌথভাবে বড়লেখা পৌরশহরে র‌্যালি বের করে।

র‌্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল খালিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারি কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সন্তান সুনাম উদ্দিন, মুমিনুর রহমান, বিমান কান্তি দাস, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/এজেএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন