Sylhet View 24 PRINT

শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীমঙ্গল মুক্ত দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৭:৪৭:৫২

শ্রীমঙ্গল প্রতিনিধি :: ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে মাসব্যাপী ‘বিকুল চক্রবর্তীর সংগৃহিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী’র উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

পরে উপজেলা প্রেসক্লাবে শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

সভায় উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা রথিকান্ত রায়, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, মুক্তিযোদ্ধা শিব শংকর তাঁতি, মুক্তিযোদ্ধা তারা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, চৌধুরী ভাস্কর হোম, মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, এশিয়ান টিভির প্রতিনিধি এস কে দাশ সুমন, সাংবাদিক কাউসার আহমেদ রিয়ন, রুম্মান আহম্মেদ, সাজন আহমেদ রানা, কে এস এম আরিফুল ইসলাম প্রমুখ।

এদিকে শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অনুষ্ঠান করেছে শ্রীমঙ্গল শিল্পী সংস্থার শিল্পীরা। এসময় দেশাবোধক গান ও গনসংগীত পরিবেশন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিবসটি উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এদিকে প্রতিবছরের ন্যায় এবারো শ্রীমঙ্গল মুক্ত দিবসে দেশাত্বোবোধক গান ও গণসংগীত পরিবেশন করে শিল্পী সংস্থা শ্রীমঙ্গল। বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে শিল্পী সংস্থা তাদের পরিবেশনা করে থাকে।


সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/এসটি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.