আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগের কর্মিসভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৮:৫৬:৫৮

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মান-অভিমান ভুল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল ও জাহিদ ইকবাল সুনামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে নৌকা মার্কার বিজয় নিশ্চিতে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
 
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কর্মীসভায় আরো বলেন, নির্বাচনের প্রতিটি সেন্টার কমিটি নিজ নিজ দায়িত্ব পালন করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে দায়িত্বশীল ব্যক্তি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে সচেষ্ট থাকতে হবে।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকার, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য এ.আর সেলিম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা মির শাখাওয়াত হোসেন তরু, আব্দুল হাই খসরু, মামুন আহমদ নেওয়াজ, আব্দুল আওয়াল কয়েছ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ইউপির সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন আহমদ, এডভোকেট কামরুল ইসলাম, আতিকুর রহমান সুজন, আতাউর রহমান রুনু, সালেহ আহমদ, মিসবাহ আহমদ চৌধুরী, মঈন উদ্দিন আহমদ, আব্দুল মালেক সাইস্তা, লোকমান হোসেন, মুজিবুর রহমান, কাইয়ুম আহমদ, আবু মিয়া, আয়াসুল করিম, শাহজাহান শাহ, যুবলীগ নেতা তৈয়বুর রহমান শাহীন, টিপু সুলতান, কামরানুল ইসলাম কামরান, নাসির উদ্দিন রিজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিজন দেবনাথ, রাসিক আহমদ, মাশার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম মিসলু, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, ফারহান সাদিক, রূপক আহমদ, আব্দুল হামিদ, মুমিনুল হাসান, জুবের সানি প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/০৬ নভেম্বর ২০১৮/এফইউ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন