আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিকৃবিতে নির্মাতা তারেক মাসুদের জন্মদিন উদযাপিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৯:৩০:০৮

সিকৃবি প্রতিনিধি :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিন উদযাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্যাম্পাসের ফুচকা চত্বরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় তারা তারেক মাসুদের চলচ্চিত্র যাত্রা নিয়ে আলোচনা করেন। তারেক মাসুদের অনবদ্য সৃষ্টি ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে।

একুশে পদক পাওয়া এই পরিচালকের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মুক্তির গান, মুক্তির কথা, অন্তর্যাত্রা, নরসুন্দর, রানওয়ে ইত্যাদি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫৪ বছর বয়সে প্রাণ হারান তারেক মাসুদ।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/এসআর/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন