আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

‘সিলেটের ৬টি আসনে শেখ হাসিনার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৯:৪৩:২৯

সিলেট :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (৬ ডিসেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত সব প্রার্থীকে বিজয়ী করতে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল। তাই জননেত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ সরকারের উন্নয়নের বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হবে-ইনশাআল্লাহ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে প্রার্থী মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, এড. ফরিদ আহমদ, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. নাসির উদ্দিন, হুমায়ুন ইসলাম কামাল, এড. শাহ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, মো. সায়ফুল আলম রুহেল, এড. খোকন কুমার দত্ত, ফাজ উদ্দিন আহমদ, এড. রনজিত সরকার, কবির উদ্দিন আহমদ, হাজী ফারুক আহমদ, সৈয়দ ইপতিয়ার আহমদ পিয়ার, এড. মাহফজুর রহমান, ডা. আরমান আহমদ শিপলু, এমাদ উদ্দিন আহমদ, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, নাজনিন হোসেন, নুরুল আমিন, মোস্তাকুর রহমান মফুর, হাজী মঈনুল ইসলাম, রুবি ফাতেমা ইসলাম, বেগম শামসুন্নাহার (মিজু), মো. ইব্রাহিম, আবুল হাসিব মনিয়া, আব্দাল মিয়া, লুৎফুর রহমান, এ. আর. সেলিম, আবু জাহিদ, মো. সাইফুল আলম, শাহ নিজাম উদ্দিন, জালাল উদ্দিন কয়েস, আব্দুল মুমিন, চৌধুরী, আফসর আজিজ, কামাল আহমদ, শামীম রশীদ চৌধুরী, আলমগীর হোসেন, মানিক আহমদ, খন্দকার মহসিন কামরান, গোলাম হেলাল কিবরিয়া, তানভীর রহমান, আফজালুর রহমান চৌধুরী লাভলু, নিজাম উদ্দিন, লিয়াকত আলী, শওকত আলী, ফারুক আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানকে সভাপতি, শফিকুর রহমানকে সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সকল সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্য, উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকে সদস্য করে সিলেট জেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা কার্যনির্বাহী সংসদের সদস্যদেরকে নিয়ে আসন ভিত্তিক নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সফর সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন