আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে জেলা পরিষদ সদস্যের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ২৩:৪৮:০৯

বালাগঞ্জ প্রতিনিধি :: সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির নৌকা মার্কার সমর্থনে বালাগঞ্জে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা লোকন মিয়ার উদ্যোগে দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য লোকন মিয়া।

দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুহেল বারী ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার আহবায়ক জিয়াউল হক পান্নার পরিচালনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, বর্তমান ইউপি সদস্য এসএম সাহেদ, জামাল আহমদ, সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গুলশের আলী, ছুরাব আলী, বুরহান উদ্দিন, অদুদ মিয়া, ইউছুফ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, শ্রমিক লীগ মো. আনহার আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তারা মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, যুবলীগ নেতা রুহুল আমিন, পারভেজ আহমদ, রফু মিয়া, আখতারুজ্জামান, মোস্তাফিজুর রহমান, রানা মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, উপজেলা যুবলীগ নেতা সামছুল ইসলাম, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা সালেহ আহমদ, সাহাব উদ্দিন, মুছা নিয়াজ চৌধুরী, রেজাউর রহমান ফাহিম, তারেক আহমদ, রাফি হোসাইন, হারুন আহমদ সানি, আব্দুর রহমান, সাজুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় মো. আনহার মিয়া বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। এ নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ এগিয়ে যাবে, নাকি পিছিয়ে পড়বে। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাইলে নৌকা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে মাহমুদ উস সামাদ চৌধুরীকে বিজয়ী করতে হবে।



সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/জেডআরজেড/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন