Sylhet View 24 PRINT

ভোটারের কথা:‘বিফদে-আফদে যারে ফাইমু, তারেউ ভোট দিমু’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ০০:১২:৫৮

মাহবুবুর রশিদ, কানাইঘাট :: দুয়ারে কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্রই চলছে এখন নির্বাচনী আলাপ। তেমনি চায়ের স্টলে চায়ের চুমুক দিতে দিতে নির্বাচনী আলাপ জুড়েছিলেন ষাটোর্ধ্ব আব্দুল্লা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবকটি জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীকে নিজের পছন্দে ভোট দিয়েছেন তিনি। কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লা। ভোট দেবেন নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

আসন্ন নির্বাচনে কোন দলের প্রার্থীকে ভোট দেবেন-এমন প্রশ্নের জবাবে তাঁর সোজাসাপ্টা জবাব- “দল,টল বুঝিনারে বাবা। বিফদে-আফদে যারে কান্দাত ফাইমু তারেউ ভোট দিমু। অনেক প্রার্থী নির্বাচনের সময় নানা ওয়াদা (প্রতিশ্রুতি) দেন, নির্বাচনের পর ভুলে যান তাদের ওয়াদার কথা।

দীর্ঘদিন প্রবাসে ছিলেন আবিদ রানা নামের এক যুবক। জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবার ভোট দেবেন তিনি। নির্বাচনে কেমন প্রার্থী চান জানতে চাইলে মুচকি হেসে বললেন, আমিতো ইবার ফয়লা ভোট দিমু,তাই আমার ফয়লা ভোট একজন সৎ, যোগ্য প্রার্থী দেখিয়া দিমু।

উপজেলার সবচেয়ে অবহেলিত সীমান্তঘেঁষা লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। সেখানকার একজন ভোটার মুসলিম উদ্দিন মিলন বলেন, আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এ ইউনিয়নের মানুষ চিকিৎসাসহ নানা কাজের জন্য প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌপথে উপজেলা সদরে যেতে হয়,যা অত্যন্ত কষ্টকর। যে প্রার্থী আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেবেন, আমরা তাকে ভোট দেব।

কানাইঘাট মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সুহেল আহমদ বলেন, প্রার্থীরা ভোটের সময় ঠিকই প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান, নির্বাচনের পর যথারীতি ভুলে যান তাদের প্রতিশ্রুতি। তাই এবারের নির্বাচেন অনেক চিন্তা-ভাবনা করে সৎ এবং যোগ্য এক কথায় কাজের কাজীকে আমি ভোট দিব।

ভোটের দিন ঘনিয়ে আসছে। প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। এ আসন থেকে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র উবায়দুল­াহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী (মিনার), মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মো. নুরুল আমিন (হাত পাখা), গণফোরামের মো. বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), স্বতন্ত্র থেকে ফয়জুল মুনির চেীধুরী(সিংহ) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়বেন।

সিলেটভিউ/১৫ ডিসেম্বর ২০১৮/এমআর/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.