আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেটে মোমেনের সাথে নৌকায় প্রবাসীরাও

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৬ ০০:২৩:২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: মর্যাদার অাসন সিলেট-১ এ নৌকার কান্ডারি অর্থমন্ত্রীর অনুজ জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ড. আবুল কালাম আব্দুল মোমেন। তিনি মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ও জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধি হয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রবাসীদের কল্যাণে অবদান রেখেছেন। ফলে প্রবাসীদের সাথে ড. মোমেনের সুসম্পর্ক গড়ে ওঠেছে। প্রবাসী বাংলাদেশীরা তাঁদের দুর্দিনে কাছে পেয়েছেন অাব্দুল মোমেনকে। সেই পাশে থাকার প্রতিদান হিসেবে নিজ উদ্যোগে দুই শতাধিক প্রবাসী ইতোমধ্যে সিলেট ভোটের মাঠে নেমেছেন নৌকা পক্ষে প্রচারণায়।

 সুদূর অামেরিকা, ইংল্যান্ড, দুবাই, সৌদিআরবসহ অন্যান্য দেশ থেকে সিলেটে ছুটে এসেছেন প্রবাসী বাংলাদেশীরা। তারা শুধু ড. মোমেনের পক্ষে নয় নিজেদের এলাকায় মহাজোট প্রার্থীদের পক্ষেও প্রচারণায় অংশ নিবেন বলে জানাগেছে।

বৃহস্পতিবার ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্রের নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন পারভীন, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহবায়ক ইফজাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন গ্রুপে অর্ধশতাধিক অামেরিকা প্রবাসী সিলেটে পৌঁছেছেন। আরো অনেকেই দেশে আসার কথা রয়েছে নির্বাচনের আগে।

এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান খসরু, কাওছার আহমদ চৌধুরী, মনছুর আহমদ মকি, মিসবাউর রহমান মিসবাহ, যুক্তরাজ্য যুবলীগ সহসভাপতি নাজমুল ইসলাম, আলমাছ খান আজাদ, লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবলু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মতছির আহমদ চৌধুরী জনি, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তানিম আহমদ, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আজমল হোসেনসহ শতাধিক প্রবাসী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইতোমধ্যে দেশে এসেছেন।
আরোও এসেছেন বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমদ ও সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাউসার আহমদ চৌধুরী, মিশিগান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও মিশিগান যুবলীগ নেতা ইভান। এছাড়াও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অর্ধশতাধিক প্রবাসী দেশে এসেছেন মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারকাজে অংশ নিতে।

মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্র’র সদস্য ইফজাল আহমদ চৌধুরী বলেন, ‘প্রবাসীদের বন্ধু আব্দুল মোমেন। তিনি প্রবাসী স্বার্থরক্ষায় অনেক কাজ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে আমরা অনেকেই এসেছি এবং আরো অনেকেই আসার কথা রয়েছে। বিশেষ করে প্রবাসীদের প্রতি ড. মোমেনের ভালোবাসার প্রতিদান দিতে। আমরা নৌকা বিজয়ের লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে যাবো।’

বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমদ বলেন, ‘আমি সহকর্মীদেরকে নিয়ে সিলেটে এসেছি আমাদের স্বজন ড. এ. কে মোমেন ও নৌকার পক্ষে কাজ করতে। তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ মানুষ।’

সৌদি আরব প্রবাসী কমিউনিটি নেতা ফখরুল ইসলাম বলেন, ‘সৌদি প্রবাসীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছি। আব্দুল মোমেন প্রবাসীদের প্রিয় মানুষ। তিনি সৌদি সরকারের অধীনে কাজে নিযুক্ত থাকাকালে থাকাকালে সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। যা আজও শ্রমিকদের কল্যাণ করে যাচ্ছে।’

সিলেটভিউ২৪ডটকম/১৬ডিসেম্বর২০১৮/এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন