Sylhet View 24 PRINT

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জাতীয় হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১০ ২১:১৩:৩১

সিলেট :: ব্যতিক্রম আয়োজনে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের উদ্যোগে ‘জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৮’ এর চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার  সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে সমধুর কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের সুরে সুরে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে হিফযের ক্ষুদে শিক্ষার্থীরা। কুরআনের সুর লহরি প্রাণে প্রাণে সাড়া জাগায়, উচ্চসিত করে হাফিযিয়া মাদরাসার ছাত্র, শিক্ষকসহ উপস্থিত সুধীম-লীকে।

বিশিষ্ট আলোচক ও উপস্থাপক মাওলানা বেলাল আহমদের উপস্থাপনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম মন্জলালী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, এমএইচ স্কুল অব এক্সেলেন্সের প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান, ভাদেশ্বর হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুল কাইয়ূম, ফুলতলী লতিফিয়া এতীমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, গোলাবশাহ হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয তাজুল ইসলাম, গিয়াসনগর হাফিযিয়া মাদরাসা, মৌলভীবাজার এর শিক্ষক হাফিয আব্দুর রশিদ, মুসলিমাবাদ হাফিযিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিয ফাতির আহমদ, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ প্রমুখ।

সম্মানিত পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র.) ডি এস পনাউল্লাবাজার হাফিযিয়া মাদরাসার শিক্ষক  হাফিয মো. আব্দুল কাদির, খাশিলা শফিকুল ইসলাম হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয মো. সৈয়দুর রহমান, কলাবাগান লতিফিয়া হাফিযিয়া মাদরাসা দ সুরমা হাফিয মো. আব্দুন নূর ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফযুল কুরআন মাদরাসা বিভাগের শিক্ষক হাফিয আবূ সাঈদ মো. সেলিম।

উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে বাছাই শেষে জাতীয় পর্যায়ে ৪ টি স্তরে ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ীরা হলেন: হিফয ইবতেদায়ী স্তরে প্রথম স্থান: মো. মুস্তাকিম আহমদ (শহিদ গুলজার আলম দারুচ্ছুন্নাহ মাদরাসা, বিশ্বনাথ, সিলেট), ২য় স্থান: সেলিম আহমদ (তানযীমুস সুন্নাহ ও এতিমখানা, বাদেশ্বরী, দক্ষিণ সুনামগঞ্জ), তৃতীয় স্থান: রুহুল আমীন (মমরুজপুর হাফিযিয়া মাদরাসা, মৌলভীবাজার)।

হিফয মাধ্যমিক স্তরে প্রথম স্থান: মুনজির আব্দুস সামী (মনজলাল দারুল হিফয ও দারুল কুরআন মাদরাসা, দক্ষিণ সুরমা, সিলেট), ২য় স্থান: গোলাম ছবুর নূর বখত (লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা, পাঠানটুলা, সিলেট), তৃতীয় স্থান: মুক্তাদির আহমদ (ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসা, ছাতক, সুনামগঞ্জ)।

হিফয উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান: হাসান আহমদ (ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসা, ছাতক, সুনামগঞ্জ), দ্বিতীয় স্থান: সৈয়দ নাদের হোসেন (খায়রুল ওয়ারা তাহফিযুল কুরআন মাদরাসা, সিচনী, দক্ষিণ সুনামগঞ্জ), তৃতীয় স্থান: মো. তায়েল আহমদ (হযরত শাহজালাল (র.) ডি এস পনাউল্লাবাজার হাফিযিয়া মাদরাসা, বিশ্বনাথ, সিলেট)।

হিফয তাকমীল স্তরে প্রথম স্থান: আজিজুর রহমান মনজু (খায়রুল ওয়ারা তাহফিযুল কুরআন মাদরাসা, সিচনী, দক্ষিণ সুনামগঞ্জ), দ্বিতীয় স্থান: মতিউর রহমান রিদ্বওয়ান (তানযীমুস সুন্নাহ ও এতিমখানা, বাদেশ্বরী, দক্ষিণ সুনামগঞ্জ), তৃতীয় স্থান: মো. মাহিম আহমদ (হযরত গোলাবশাহ হাফিযিয়া মাদরাসা, বিয়ানীবাজার, সিলেট)।

সিলেটভিউ২৪ডটকম/ ১০ জানুয়ারি ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.