আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মেয়র আরিফের হম্বিতম্বিতেও বন্ধ হলো না পাহাড়িকা রেস্টুরেন্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ০১:৩৪:২৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে নির্মিত পাহাড়িকা রেস্টুরেন্ট। ভবনের পার্কিং দখল করে ব্যবসা পরিচলনা অবৈধ হলেও দীর্ঘদিন ধরে এখানে রেস্টুরেন্টটি পরিচালিত হচ্ছে।

বুধবার গভীর রাতে এই রেস্টুরেন্ট চোখ পড়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রাস্তায় ময়লা পানি ফেলতে দেখে গাড়ি থেকে নেমে সোবহানীঘাট পয়েন্টে ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন এই রেস্টুরেন্টের খোঁজ পান তিনি।

তখন তিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পার্কিং বন্ধ করে রেস্টুরেন্ট পরিচালনার পর্যাপ্ত কাগজপত্র আছে কিনা সেটি জানতে চান। কিন্তু তখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোন ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হয়। এসময় মেয়র রাতে রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন এবং পর্যাপ্ত কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনে যোগাযোগ করার জন্য বলেন।

কিন্তু মেয়রের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকেই রেস্টুরেন্টটি খোলা ছিল। সন্ধ্যার দিকেও সেখানে গিয়ে অন্যান্য দিনের মত পরিচালিত হতে দেখা যায়।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/শাদিআচৌ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন