আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে কালের কণ্ঠের দশম জন্মদিন পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ১৭:৪৬:৩৬

সিলেট :: উৎসবমুখর পরিবেশে বিশিষ্টজনদের নিয়ে কেক কাটা, সংগীত, নগরে শোভাযাত্রাসহ ভিন্ন আয়োজনে সিলেটে পালিত হলো দেশের অন্যতম দৈনিক কালের কণ্ঠের দশম জন্মদিন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কালের কণ্ঠকে শুভকামনা জানান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা।

শোভাযাত্রাটি কবি নজরুল অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে নগরের সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর বিশিষ্টজনদের অংশগ্রহণে মুক্তমঞ্চে জন্মদিনের কেক কাটা হয়। এরপর ‘থিয়েটার একদল ফিনিক্স’-এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সংগীতানুষ্ঠান। ফিনিক্সের সদস্যদের পাশাপাশি গানে গলা মেলান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ উপস্থিত সুধীজনরা। এসময় সিলেট মহানগর পুলিশের এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ কমিশনার (সদর দপ্তর) মো. কামরুল আমিন।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কালের কণ্ঠকে শুভাশীষ জানান- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, উপ কমিশনার (সদর দপ্তর) মো. কামরুল আমিন, সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, দেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ এর রাহুল আনন্দ, মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, প্রবীন সাংবাদিক আতাউর রহমান আতা, নাট্য সংগঠক নীলাঞ্জন দাস টুকু, শামসুল বাসিত শেরো, মুক্তাদীর আহমদ মুক্তা, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, বাংলাভিশনের সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, আলোকচিত্র সাংবাদিক নাজমুল কবির পাভেল, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, আনিস রহমান, মো. সাংবাদিক ফয়সল আলম, শতভিষার মূখ্য নির্বাহী রিমা দাস, ছড়াশিল্পী রিপন আহমদ ফরিদী, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, থিয়েটার একদল ফিনিক্সের সভাপতি আবু বক্কর আল আমিন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম এইচ ইলিয়াসী দিনার, সাবেক ছাত্রলীগ নেতা রাজেশ সরকার প্রমুখ।

কালের কণ্ঠের সিলেট ব্যুারো প্রধান আহমেদ নূরের সভাপতিত্বে এবং শুভসংঘ সিলেট জেলার সভাপতি মোস্তাক আহমদ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, অনুষ্ঠানে বক্তারা বলেন, শুরু থেকেই আমরা দেখেছি কালের কণ্ঠ পত্রিকাটি সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী, নিরপেক্ষতায় বিশ্বাসী। পত্রিকার কলেবর সত্যিই সুন্দর।’ 

পত্রিকার সঙ্গে সম্পৃক্তদের সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন জানিয়ে বক্তারা আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিলেটের সামগ্রিক সমস্যা ও সফলতার কথা আগামীদিনগুলোতে কালের কণ্ঠে আরো গুরুত্ব সহকারে ফুটে উঠবে।’

রাতে নগরের রায়নগরস্থ শিশু পরিবারের সদস্যদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠান হয়। শিশু পরিবারের ৮৮ জন অনাথ শিশুদের মধ্যে রাতের খাবার পরিবেশন করা হয় কালের কণ্ঠের পক্ষ থেকে।


সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন