আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ১৮:০৭:৫৭

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় ৪র্থ বারের মতো পতনঊষার উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট এর আয়োজনে ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা হয়। উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সমাজসেবক অলি আহমদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার খান প্রমুখ পরিদর্শন করেন। 

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের সভাপতি আবু রাজা আলী সুন্নাহ ও সম্পাদক মো. মিসবাহ উদ্দীন জানান, চতুর্থ বছরের ন্যায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্য থেকে উত্তীর্ণ প্রতি শ্রেণিতে তিন জন করে ১৫ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।


সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন