আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ১৯:২৭:১২

সিলেট :: বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেট এলাকার একটি অভিজাত হোটেলে প্রতিষ্টাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগরের সভপতি হিমেল দাস রিকি, সিনিয়র সহ সভাপতি মো. কাউছার কামালি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক এম এ মোহিত, সদস্য শাহ হোসাইন, রাসেল, করিম, শাহেল, বিমানবন্দর থানার সাবেক সভপতি এ এস বিজয়, সহ সভপতি আল-আমিন খান, জাহাঙ্গীর আলম সাকিল, ৭নং ওয়ার্ড সভপতি জালাল আহমদ, সদস্য হাফিজ সাগর, বিরগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরুজ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা বাদল দেবনাথ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পদক আবুল হোসেন, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি ধনঞ্জয় দাস ধনু, উপ-ক্রীড়া সম্পদক কবির আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পদক ফয়সল আহমদ ফাহাদ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাদির খান, সহ সভাপতি রাজু দাস চঞ্চল, জাকির জালালি, ওলিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির, শহীদ আহমদ, মকসুদ তালুকদার, মদরিছ আলী, ফারুক আহমদ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পদক নাজমুল হোসেন, ছাত্রলীগ নেতা শিমূল দাস প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল জালিল।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন