আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রাজনগরে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১২ ২০:০৫:৫২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা গোবিন্দবাটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দুই দশকপর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি নেছার আহমদ। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

উপজেলা যুবলীগের আহবায়ক অব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছেলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠিক সম্পদক মো. ফজলুর রহমান আতিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বদরুল প্রমুখ।


এদিকে প্রথম অধিবেশন শেষে রাজনগর গাল্ফ কমিউনিটি সেন্টারে কাউন্সিল পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলার ৮ ইউনিয়নের ১৪১ কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম খানের কোন প্রতিদ্বন্ধি না থাকায় তাকে সভাপতি ঘোষণা করা হয়।

সাধরণ সম্পাদক পদে বর্তমান আহবায়ক আব্দুল কাদির ফৌজি ও যুবলীগ নেতা ওমর ফারুক পাপলু প্রতিদ্বন্ধিতা করেন। এতে আব্দুল কাদির ফৌজি সর্বাধিক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোট গণনা শেষে নবনির্বাচিত এমপি নেছার আহমদ, মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুর রহমান আতিক, যুবলীগের জেলা সভাপতি নাহিদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি সম্পাদকের  নাম ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির সভাপতি ময়নুল ইসলাম খান বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করেছি। এখন আমার ওপর গুরু দায়িত্ব দেয়া হয়েছে। আমি মাননীয়ু প্রধান মন্ত্রীর হাতকে শক্ত কারার লক্ষে ভিশন-২১ বাস্তবায়নে শক্ত ভূমিকা রাখবো।

সিলেটভিউ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৯/এআরএস/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন