আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে : শোয়েব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-১৯ ২২:৫৬:২৭

সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, তরুণ প্রজন্মকে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তাহলেই দেশ মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে এগিয়ে যাবে। সরকার তরুণ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলতে কাজ করে যাচ্ছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “পাঠশালা একুশ” আয়োজিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া সংগঠন ‘পাঠশালা একুশ’র ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই তরুণদের কর্মকাণ্ড সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। পড়াশুনার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাওয়ায় তিনি পাঠশালা একুশের সদস্যদের সাধুবাদ জানান।

তিনি আরো বলেন, তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করতে এবং পরে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে নিয়ে যেতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ ফেব্রুয়ারি ২০১৯/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন