আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে জাতীয় নির্বাচনের পোস্টার এখনো ঝুলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১৪:০৯:৩৪

রনিক পাল, ওসমানীনগর :: জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এখনো গাছে গাছে ঝুলছে নির্বাচনী ব্যানার পোস্টার। স্থানীয়দের প্রশ্ন এসব পোস্টারের দায় কার ? শনিবারে বৃষ্টিতে এসব পোস্টার ছিড়ে মাঠিতে পরে আছে।

পোস্টারে লাগানো পুলিথিনে পা দিয়ে অনেকেই রাস্তায় পরে আহত হওয়ারও খবর পাওয়া গেছে। নির্বাচনের দেড় মাস অতিবাহিত হলেও প্রার্থী বা প্রশাসন এসব পোস্টার-ব্যানার অপসারণের কোন উদ্যোগ গ্রহন করেননি। সিলেটের ওসমানীনগর উপজেলার মূল সড়কসহ অলিগলিতে এখনও ঝুলছে নির্বাচনী পোস্টার।

স্থানীয় অনেকেই বলেন, উড়ে এসে জুরে বসে নির্বাচন করে লাপাত্তা হয়ে গেলেন প্রার্থীরাও। অথিতি পাখির মতো এসে নির্বাচন করে চলে গেলেন তারা। অন্যদিকে স্থানীয় প্রশাসনও এ দায় নিতে চায় না। প্রশানের পক্ষ থেকেও পোস্টার অপসারণে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। তাই গাছে গাছে ঝুলে আছে নির্বাচনী পোস্টার। প্রার্থীদের টানানো এসব পোস্টার এলাকার সৌন্দর্য নষ্টের পাশাপাশি ছিঁড়ে পড়ে আবর্জনার সৃষ্টি করছে। এছাড়া সড়কের উপর টানানো এসব পোস্টার ছিঁড়ে চলন্ত গাড়ির গ্লাসে পড়ে দুর্ঘটনার শঙ্কাও দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাচনের পরই প্রার্থীরা নিজ উদ্যোগে এবং উপজেলা প্রশাসন পক্ষ থেকে এসব পোস্টার অপসারণের কথা থাকলেও নির্বাচন পরবর্তী দেড় মাস অতিবাহিত হলেও দু পক্ষই এখনো নীরব।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সিলেট-২ আসনের অন্তরভূক্ত ওসমানীনগর উপজেলায়। বিএনপির প্রার্থীর নির্বাচন স্থগিত হলে নির্বাচনে অংশ না নিলেও গাছে রয়েছে পোস্টার। ঢাকা-সিলেট মহাসড়কসহ গোয়ালাবাজার, তাজপুর বাজার, দয়ামীর বাজার, বুরুঙ্গা বাজার, কলারাই বাজার, উমরপুর বাজারসহ সবত্র পোস্টার রয়েছে প্রধান প্রধান সড়কের গাছে।

এ ব্যপারে মহাজোটের প্রার্থী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুফি মাহমুদ জানান, পোস্টারের ব্যপারে আমার জানা নেই।

পরিবেশকর্মী সাদিকুর রহমান সাদেক নির্বাচনী পোস্টার অপসারণের দাবি জানিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় টানানো পোস্টার পরিবেশ রক্ষার্থে এখনই অপসারণ জরুরী। পলিথিনে মুড়ানো এসব পোস্টার ছিড়ে পরে মাটিতে মিশে পরিবেশের অনেক ক্ষতি সাধন করে।

সোমবার সকালে মোটর সাইকেল চালিয়ে আসার পথে পলিথিনে পিছলে আমি পড়ে যাই। এ সব পোস্টার অপসারণে কোন প্রার্থী বা প্রশাসন কোন উদ্যোগ গ্রহন না করায়  আমরা স্থানীয়রা বিপাকে পরেছি।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান জানান, আমরা পোস্টার অপসারণ করেছি। চোখে পড়লে আরো অপসরাণ করবো।


সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯/আরপি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন