আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লাখাইয়ে মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১৪:১৯:১৮

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গোপাল জিউ আশ্রমের সত্ত দখলীয় ১৫.১২ একর দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণে প্রশাসনের গাপলতি ও টালবাহানার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে গোপাল জিউ আশ্রম কমিটির দেবত্বর সম্পতি উদ্ধার ও সংরক্ষণ কমিটি ও উপজেলা পূজা উৎযাপন এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোপাল জিউ আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি তাপস দাশ, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি জ্যোতি রঞ্জন সিংহা, কমরেড হিরেন্দ্র দত্ত ও এডভোকেট শ্যামল কান্তি বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হুসেন বেনুপ্রমূখ। এছাড়াও এলাকার প্রায় ৫ শতাধিক হিন্দু ধর্মালম্বীর লোক মানববন্ধনে আংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ দেবোত্তর সম্পতি  অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারে প্রশাসনের প্রতি দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯/কেএস/নাহোই

শেয়ার করুন

আপনার মতামত দিন