আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দিরাই সাংস্কৃতিক জোটের দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২২ ১১:৩২:৩৯

দিরাই প্রতিনিধি :: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দিরাই সাংস্কৃতিক জোট দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রভাতফেরির মাধ্যমে দিরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনস্থ শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগীতা,তারপর অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি। সেখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নীরেশচন্দ্র রায়, স্বদেশ তালুকদার,অঞ্জন দাস।

এরপর ছড়া গান ও দেশাত্ববোধক গান অনুষ্ঠিত হয় স্কুল  শিক্ষার্থীদের মধ্যে।

সন্ধ্যা ৭টায় শিক্ষক অসীম চৌধুরী ও অর্পিতা রায় চৌধুরীর যৌথ পরিচালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম,দিরাই প্রেসক্লাব সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন,শিক্ষক স্বদেশ তালুকদার, নীরেশচন্দ্র রায়, সাংস্কৃতিক কর্মী বেনী মধাব নন্দী, বিষ্ণুপদ রায়, মুজিবুর রহমান,দিরাই উপজেলা খেলাঘরের সদস্য সচিব প্রশান্ত সাগর দাশ, হান্নার অর রশিদ, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, অনুপম রায় চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরিশেষে সাংস্কৃতিক জোটের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রুয়ারি ২০১৯/হিপু/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন