আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

হাউজিং এস্টেটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২২ ১৩:২৯:৩৫

সিলেট:: আনন্দঘন উৎসব মুখর পরিবেশে সিলেট নগরীর প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ঐতিহ্যবাহী হাউজিং এস্টেটের পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এলাকার পুরুষ-নারী-শিশুদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি হাউজিং এস্টেট এলাকা প্রদক্ষিন করে।

সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধনকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর ঐতিহ্যবাহী প্রাচীনতম পরিকল্পিত আবাসিক এলাকা হচ্ছে হাউজিং এস্টেট। সুবর্ণ জয়ন্তী উৎসবের মাধ্যমে নবীন প্রবীনদের মধ্যে মিলনমেলা অনুষ্ঠিত হলো তা অবস্মরনীয়। যে কোনো এলাকার উন্নয়নে সামাজিক সুন্দর পরিবেশ রক্ষায় নবীন প্রবীণদের সমন্বয় প্রয়োজন। প্রত্যেকে যেন এ আনন্দ উপভোগ করে নিজেদের মধ্যে ভাগ করে একসাথে চলতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি ডা. আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সদস্য সচিব ওলায়েত হোসেন লিটন, যুগ্ম সদস্য সচিব আবদুল করিম কিম, এম.এ.করিম চৌধুরী, সৈয়দ একরামুল হক, আব্দুুুল হান্নান চৌধুরী, শাহ আবরু মিয়া, হাজী শফিক উদ্দিন, হাজী চেরাগ উদ্দিন, তোফায়েল আহমদ চৌধুরী, মাহি উদ্দিন আহমদ সেলিম, প্রকৌশলী সোয়েব আহমদ মতিন, মতিউস সামাদ চৌধুরী, আব্দুর রহিম, খলিলুর রহমান মাসুক, কাজী ফারুক, জাহিদ রেজা চৌধুরী, সোহাদ রব চৌধুরী, তাকিম আহমদ, একরামুজ্জামান চৌধুরী সেলিম, আহমদ কবির চৌধুরী, এনামুল কুদ্দুস, রুহুল কুদ্দুস মাছুম, ফররুখ আহমদ চৌধুরী, সৈয়দ বজলুর রহমান সেলিম, রেবিনা আক্তার চৌধুরী, শিরিন আক্তার লোদী, আবদুল্লাহ আহমদ, আব্দুল ওয়াদুদ, আব্দুর রউফ, হাজী শামসুদ্দিন, শাহ আবরু মিয়া, আজিজুল হক মতি, প্রমুখ।

পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে| শুক্রবার সন্ধ্যায় হাউজিং এস্টেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। অনুষ্ঠানে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ ২২ ফেব্রুয়ারি ২০১৯/ প্রেবি/এনএস

শেয়ার করুন

আপনার মতামত দিন