আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বিএনপি নেত্রী ডলি বহিস্কার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৩ ১৫:৫৩:৩৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে বিএনপি নেত্রী ও উপজেলা মহিলা দলের সদস্য আমিনা বেগম ডলিকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য উপজেলা মহিলা দলের সদস্য আমিনা বেগম ডলিকে দলীয় পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে মৌলভীবাজার জেলা বিএনপির মহিলা বিষয়ক স¤পাদক রাহেনা বেগম হাসনা এবং স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কারণে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুস কুদ্দুছ স্বপনকে বহিস্কার করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/১৩ মার্চ ২০১৯/এজেএল/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন