আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশ সুপারের হুঁশিয়ারী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৪ ১৬:০৬:০৮

কুলাউড়া প্রতিনিধি :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। এই নির্বাচন সুষ্টু, অবাধ এবং অংশগ্রহণমূলক করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুরিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি সরকারের ভাবমূর্তি রক্ষায় সর্বোচ্চ আইনী শক্তি প্রয়োগ করারও প্রত্যয় ব্যক্ত করেন। সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকবে বলে তিনি হুঁশিয়ারী দেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া থান প্রাঙ্গণে আয়োজিত ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময়’ অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন শান্তি পূর্ণ করতে যা যা আইন প্রয়োগ করার প্রয়োজন, পুলিশ তাই করবে। কোন প্রার্থীর কর্মী বা সমর্থক কোন অপরাধ করলে বা করার চেষ্টা করলে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীকেই নিতে হবে। ভোটাররা নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবেন, নিরাপত্তা দিবে পুলিশ। ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে অযথা কাউকে হয়রানি করা হবে না। আচরণবিধি লঙ্ঘন করে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কেউ ছাড় পাবে না। কোন গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোটারদের কষ্ট দিলে শান্তি প্রিয় ভোটাররা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবেন।’

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মান্না, পৌর মেয়র শফি আলম ইউনুছ, অধ্যক্ষ আব্দুর রউফ, পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, মমদুদ হোসেন ও এম এ রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারওয়ার আলম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, সুধীবৃন্দ, সাংবাদিক, প্রার্থী ও থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।



সিলেটভিউ২৪ডটকম/১৪ মার্চ ২০১৯/এসএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন