আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেটে নিষিদ্ধ হলো বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১১:৪১:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে যেকোন ধরণের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। ৫ম উপজেলা নির্বাচনে ২য় ধাপে  সিলেট ও মৌলভীবাজারের সকল উপজেলাসহ দেশের ১২২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্টিত হবে আগামী ১৮ই মার্চ। এ ভোটগ্রহণকে কেন্দ্র করে সিলেট মহানগরীর আওয়তাধীন সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে এমন নিষেধাজ্ঞা ভোটগ্রহণের দিনের (১৮মার্চ) পূর্বের ৭দিন (১১মার্চ) থেকে ভোটগ্রহণের পরবর্তী ৭দিন (২৫ মার্চ) পর্যন্ত বলবৎ থাকবে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক গণ বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, উল্লেখ্য, আগামী ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা নির্বাচনে ১২২টি উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে। এতে সিলেট ও মৌলভীবাজার জেলার সবকয়টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্টিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মার্চ ২০১৯/এমকে-এম


@

শেয়ার করুন

আপনার মতামত দিন