আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিগত ১০ বছরে দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করেছি: আশফাক আহমদ

বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গনসংযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১২:০১:০২

সিলেট :: সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আশফাক আহমদ বলেছেন, বিগত ১০ বছরে দলমতের ঊর্ধ্বে  থেকে সবার উন্নয়নে কাজ করেছি।  

জনগনের কল্যাণে কাজ করাই আমার উদ্দ্যেশ। বিগত দিনে যেভাবে মানুষের সূখে দূখে পাশে থেকেছি, সে ভাবে সামনের দিন গুলোতেও সবা পাশে থাকতে চাই।  পূনর্বার আমাকে নির্বাচিত করলে  কয়েকটি গুরুত্ব পূন্য কাজ হাতে নেবো।   আমাকে ভোট দিলে উপজেলাবাসী উন্নয়ন বঞ্চিত হবেননা।  তাই ১৮ মার্চ  নৌকায় ভোট দিয়ে জনগনের আশফাককে জনগনের মাঝেই রাখুন।  

শুক্রবার  খাদিমপাড়া, জালালাবাদ  ও কান্দিগাঁও ইউনিয়নের  বিভিন্ন স্থানে পথসভা ও গনসংযোগ কালে উপরোক্ত কথা গুলো বলেন।
বিকেলে ১নং জালালাবাদ ইউনিয়নের ইসলাম গঞ্জবাজারে ৫ গাঁও আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়।

বিশিস্ট শালিস  ব্যক্তিত্ব সামসুদ্দিন (সুনাধন) মাস্টারের সভাপতিত্বে, ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ ও ইউপি সদস্য মন্তকা আহমদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনফর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুক খান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক আজির, পুরান কালারুকা মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, মহানগর স্বেচ্চাসেবক লীগের  সহ সভাপতি ফারুক আহমদ, সাবেক মেম্বার আফতাব উদ্দিন, নজরুল ইসলাম মুজিব,  সুরুজ আলী, জমির আলী,  কমর উদ্দিন মেম্বার,  শরিফ আলী মেম্বার,  কাচা মেম্বার,  জয়নুল ইসলাম,  যুবলীগ নেতা আবু সুফিয়ান,  ফয়েজ আহমদ,  পারভেজ আহমদ,  সাব্বির আহমদ প্রমূখ।

সন্ধ্যায় কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দিতে পথসভা অনুষ্ঠিত হয়। বিশিস্ট মুরব্বী হাজী হানিফ আলীর সভাপতিত্বে ও শাহজাহান আহমদের পরিচানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটি এম হাসান জেবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজম উদ্দিন,  মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, বিশিস্ট মুরব্বী হুসেন মিয়া, সিদ্দেক আলী, মজিদ মিয়া মেম্বার, মবশ্বির আলী মেম্বার, মুক্তিযোদ্ধা আমির আলী, মতছির আলী,   রফিক মিয়া, রহিম আলী,  নিবুল হোসেন, মো. রতন মিয়া, ফজল মিয়া, শুকুর আলী, আওয়ামী লীগ নেতা কয়েস আহমদ, উপজেলা  স্বেচ্চাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান, যুবলীগ নেতা আব্দুল লতিফ,  আল মামুন শাহীন, সোহেল আহমদ, আতাউর রহমান সাধু, মমশর মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৬ মার্চ ২০১৯/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন