Sylhet View 24 PRINT

শাবিতে বিজ্ঞানী জামালের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৮ ১৯:৩৯:১৫

শাবি প্রতিনিধি :: প্রখ্যাত গণিতবীদ বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি এর ২০৯ নম্বর রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো গোলাম আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কুল অব ফিজিক্যাল সাইন্স এর ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম সমস্ত শিক্ষক সমাজের মডেল। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি মেধার স্বাক্ষর রেখে গেছেন। তিনি যেমন একজন গণিতবীদ,পদার্থবীদ তেমনি একজন বেহালাবদক। তিনি খুবই উদার মনের মানুষ ছিলেন।

খালেদ সাইফুল্লাহ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, অধ্যাপক ড. নাজনীন আক্তার, অধ্যাপক ড. রেজওয়ান আহমেদ, প্রভাষক এস এম সাইদুর রহমান।



সিলেটভিউ২৪ডটকম/১৮ মার্চ ২০১৯/এএএম/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.