আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ১৭:৫১:০৭

সিলেট :: দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা খাতুন রেখা বলেছেন, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভীত। প্রাথমিক শিক্ষার মান যত বৃদ্ধি পাবে জাতি তত বেশি উন্নতি হবে। তিনি মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক সহ প্রতিটি বিভাগের কর্মকর্তাদের সচেতনতার সাথে কাজ করার আহবান জানান।

তিনি মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম ও গীতা পাঠন করেন জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দত্ত কানুনগো।

মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন তালুকদার, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মতিন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ও খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ইলাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সপ্তাহ শেষ হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন