আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জ পৌর আ.লীগ সভাপতি সালেহ আহমদ আর নেই, দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ২১:৪৭:০৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সালেহ আহমদ চৌধুরী আর নেই।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

জানাজার পূর্বে মরহুম সালেহ আহমদ চৌধুরীকে স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভেকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর, গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, মরহুমের বড় ভাই ও সাবেক সচিব হোসেন আহমদ চৌধুরী।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়াদ আহমদ ছাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল ওয়াহাব জোয়ারদার, লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, বুধবারী বাজার ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রিংকু, রুমেল সিরাজ, আমুড়া ইউনিয়নের যুগ্ন আহবায়ক আবু সুফিয়ান আজম, নাজিমুল হক লস্কর, উপজেলা যুবলীগ নেতা ফয়ছল আহমদ, আব্দুস সালাম, ইকবাল আহমদ, ফখরুল ইসলাম, শিমু চৌধুরী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।

জানাজার নামাজে ইমামতি করেন দাড়িপাতন জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশীদ।

এদিকে প্রবীণ আ.লীগ নেতা সালেহ আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী ও সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ। এক শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/এএইচ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন