আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের কেন্দ্রে নৌকায় মাত্র ৯২ ভোট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ০১:৪১:৩৯

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সদ্যবিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে মন্ত্রীত্ব না থাকলেও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্মস্থান বিয়ানীবাজার উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব।

আর নাহিদের ভোটকেন্দ্র পিএইচজি স্কুলের দুই ভবন মিলিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৯২ ভোট। এ উপজেলায় নৌকার প্রার্থী আতাউর রহমান বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছেন ১৮ হাজারে বেশি ভোটের ব্যবধানে।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপ-উপগ্রুপে বিভক্ত রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের আস্থাভাজন ব্যক্তি বলে জানা গেছে। ভোটের রাজনীতিতে ভালো ইমেজ না থাকা স্বত্ত্বেও এবারো উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছিলেন আতাউর রহমান।

অন্যদিকে জনসমর্থনে অনেকটা এগিয়ে থাকা পল্লব দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে চ্যালেঞ্জ করে বিশাল জয় তুলে নিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/শাদিআচৌ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন