আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে ঔষধের দোকানে কসমেটিক্স, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ১৭:০৩:৩৭

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হচ্ছে প্রসাধনী সামগ্রী (কসমেটিক্স)। এছাড়া বিভিন্ন খাদ্য দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও তৈরী করা হচ্ছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই চিত্র দেখতে পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা অনিয়ম করছেন বলে অভিযোগ আসছিল। বুধবার হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঔষধ ঘর নামে এক ফার্মেসিকে প্রসাধনী রাখার অভিযোগে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স রাখার দায়ে ফয়েজ স্টোরকে দুই হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে তনয় মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/ কেএস/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন