Sylhet View 24 PRINT

আরকুম শাহ মানুষকে সত্যের পথে ডেকেছেন: ইকবাল সোবহান চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ১৯:৪৫:৪৮

সিলেট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রখ্যাত সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘সিলেট হচ্ছে পবিত্র এলাকা, মহামানবদের স্মৃতিবিজড়িত সিলেটের মাটিতে শুয়ে আছেন অসংখ্য ওলী আউলিয়া। সিলেটে আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করা যায়। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখানের মানুষ বিভিন্ন অবদান রাখছেন। সিলেটের সাম্প্রদায়িক-সম্প্রীতির ঐতিহ্য রয়েছে সুদৃঢ়।’

হযরত আরকুম আলী (রহ.)-কে মরমী সাধক উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মানবতার কল্যাণের জন্য আরকুম আলী (রহ.) কাজ করে গেছেন। আধ্যাত্মিক চেতনায় তিনি মানুষকে সত্যের পথে নিয়ে এসেছেন মরমী গানের মাধ্যমে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় তার লেখনি কাজ করেছে।’

ইকবাল সোবহান চৌধুরী মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুরস্থ উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.) এর ৭৭তম ওরস মোবারক উপলক্ষে আলোচনা সভা ও ভক্তিমূলক গান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 
হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.) মাজার কমিটির সহ-সভাপতি আহমদ হোসেন রেজার সভাপতিত্বে ও মাজার কমিটির সহ-সভাপতি কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, ‘দেশে এক সময় মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ থেকে জঙ্গী নির্মূল হয়েছে। জঙ্গী গোষ্ঠী বিভিন্ন মাজারগুলোতে বোমা মেরে মানুষকে রক্তে রঞ্জিত করেছিল। আর কোন অশুভ শক্তি যেন কোন মাজারে আঘাত করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্ম মানলে সমাজ থেকে সব অনাচার দূর হবে। ধর্মীয় সম্প্রীতি আরো সংঘবদ্ধ করতে মাজারগুলো কাজ করবে।’

মাজার কমিটির সহকারী ক্যাশিয়ার গোলাম মোস্তফা কামালের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, দক্ষিণ সুরমা থানার এসি নির্মল চন্দ্র চক্রবর্তী, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, চ্যানেল নাইন-এর ডেপুটি চিফ নিউজ এডিটর শঙ্কর মৈত্র, বিশিষ্ট গীতিকার ও যুক্তরাজ্য ফিডল্যান্ড আওয়ামী যুব লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত, রোজভিউ হোটেলের স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন।

বক্তব্য রাখেন হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.) মাজার কমিটির মোতাওয়াল্লি মহিব আলী, সেক্রেটারি হাজী হারুনুর রশীদ, সহ-সেক্রেটারি আব্দুল খালিক, যুক্তরাজ্যপ্রবাসী আবুল কালাম আজাদ, মাজার কমিটির সিনিয়র সদস্য সুরুক আহমদ চৌধুরী ও খলিলুর রহমান, সদস্য জামাল উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান, গীতিকার হাবিবুর রহমান হাবিব, সেফিল্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শাহজাহান, সিদ্দেক আলী মেম্বার, হাজী জাহির মিয়া, আফজল হোসেন মুন্না, মুহিন আহমদ, শাহীন আলী, বদরুল আলম তুহিন, সাইদুল হাসান সানি, তারেক মিয়া জনি, শিবরুল আমীন, শাহাবুল আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ভক্তিমূলক গান পরিবেশন করা হয়। ভক্তিমূলক গান অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল আহাদ। আরকুম শাহ শিল্পী গোষ্ঠী ও সিলেটের বিভিন্ন শিল্পীগণ ভক্তিমূলক গান পরিবেশন করেন। আলোচনা সভা ও ভক্তিমূলক গানের অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ভক্ত আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/ প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.