আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সুষম সাংস্কৃতিক অঙ্গন গড়ে তুলতে সরকার কাজ করছে: পরিকল্পনামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ২২:০১:০৮

সিলেট :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের দেশের সংস্কৃতি সুষম সমন্বিত হয়ে উঠবে। সুন্দর সংস্কৃতি পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করছে। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার প্রতিটি ক্ষেত্রে হাত দিচ্ছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সমৃদ্ধ করতে আমাদের প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে কাজ করছেন।

বুধবার বিকেলে এপার বাংলা-ওপার বাংলার নৃত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

নৃত্যশৈলী সিলেটের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বেদনান্দ ভট্টাচার্য, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নেতা অনিল কিষান সিংহ, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, আয়োজক সংগঠন নৃত্যশৈলীর পরিচালক নিলাঞ্জনা দাস জুই প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন