আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আল-আমীন এসোসিয়েশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২১ ১২:১৭:৫৯

সিলেট :: গোলেপগঞ্জের আল-আমীন এসোসিয়েশন’র মসজিদ ভিত্তিক ক্বেরাত ও নায়েরা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় গোলাপগঞ্জের বানীগ্রাম মধ্যম মহল্লা জামে মসজিদে মাদানিয়ে ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আল-আমীন এসোসিয়েশনের সভাপতি মাও আব্দুল মাজিদ জুনেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল-আমীন এসোসিয়েশনের অডিট সম্পাদক জাবেদ আহমদ ও জামিয়া ইসলিয়া বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক মুফতি ছিদ্দিক আহমদ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফখরুল ইসলাম।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান, জামেয়া ইসলামিয় বহরগ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা এনামুল হক, জামেয়া মাদানিয়া আংগুরা মুহাম্মদপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাফিজ, দেউলগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হেলাল আহমদ, জামেয়া মাদানিয়া কটলিপাড়া মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মুজিবুর রহমান, কঠলিপাড়া মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ।

আরোও উপস্থিত ছিলেন বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মছদ্দর আলী, বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মোবারক আলী, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি জননেতা শামসুদ্দীন, সিলেট জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলী আহমদ, মাদানিয়া ক্বেরাত কেন্দ্র বানীগ্রাম এর সাধারন সম্পাদক তাজ উদ্দিন, সুন্দীশাইল মাদ্রাসার পরিচালক মাওলানা রশিদ আহমদ, সাংবাদিক সোহেল আহমদ প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ আল-আমীন এসোসিয়েশনের যুগান্তকারী পদক্ষেপকে মোবারকবাদ জানিয়ে মসজিদ ভিত্তিক সকালের পড়ার মান উন্নয়নের লক্ষ্যে একটি বোর্ড গঠনের আহবান জানান।
নায়েরা প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেন বানীগ্রাম মধ্যম মহল্লা জামে মসজিদের ফখরুল ইসলাম। প্রথম পুরস্কার হিসেবে তার হাতে নগদ ১৫০০ টাকা তুলে দেয়া হয়।
দ্বিতীয় স্হান অধিকার করেন বানীগ্রাম মধ্যম মহল্লা জামে মসজিদের ফাহমিদুল ইসলাম ১২০০ টাকা, তৃতীয় স্হান অধিকার করেন আওই জামে মসজিদের মো. ইব্রাহিম আহমদ ১০০০টাকা, কেরাত প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেন ফাতিমা বেগম আওই জামে মসজিদ ১৫০০টাকা, দ্বিতীয় স্হান অধিকার করেন আওই জামে মসজিদের মোছা. হুছনা বেগম ১২০০টাকা, তৃতীয় স্হান অধিকার করেন বহরগ্রাম পুরান জামে মসজিদের রাহি আলম ১০০০টাকা, এছাড়া প্রতিযোগিদের মাঝে আরোও ৩৬ টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

পরিশেষে শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২১ মার্চ ২০১৯/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন