Sylhet View 24 PRINT

সিলেটে এপার বাংলা ওপার বাংলা নৃত্য উৎসব শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ০০:৫১:৫৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ৫ দিনের এপর বাংলা ওপার বাংলা নৃত্য উৎসবের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

‘রাঙিয়ে দিয়ে যাওগো’ শীর্ষক গানের সাথে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলীর শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ  উল্লাহ শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দুটি ভিন্ন দেশ হলেও এপার বাংলা ওপার বাংলার মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এমন কি সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের যথেষ্ট মিল রয়েছে।

তিনি নৃত্যশৈলীর এ আয়োজন দুই বাংলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরো দৃঢ় করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন নৃত্যসারথী লায়লা হাসান ও কত্থক নৃত্যগুরু সাজু হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভারতীয় সহকারি হাইকমিশনার এল কৃষ্ঞ মুর্তি, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বীর প্রতিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট প্রদাধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সাংবাদিক ইকরামুল কবীর ইকু প্রমুখ।

স্বাগতঃ বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক ও নৃত্য নির্দেশক নিলাঞ্জনা জুঁই।

উদ্বোধন শেষে নৃত্যশৈলীর শিল্পীরা ‘গহন কুঞ্জ বনে’  শাহ আব্দুল করিমের ‘জীবন আমার ধন্য হলো জন্মে বাংলা মায়ের কোলে’ ‘চা-পাতা নৃত্য’ ‘জলের ঘাটে দেইখা আইলাম’ ‘তোমরা দেখোগো আসিয়া কমলায়’ ইত্যাদি গানের সাথে নৃত্য পরিবেশন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২১ মার্চ ২০১৯/এক


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.