আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নাচে উৎসাহ দিতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন: প্রফেসর ড. কামরুজ্জামান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ০৩:২৪:৪০

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামান বলেছেন, সুস্থ সংস্কৃতির অন্যতম প্রধান শাখা হচ্ছে নৃত্য। এপার এবং ওপার, উভয় বাংলায়ই কিন্তু আজ অনেক ধরণের নাচ বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে। কিছু কিছুতো ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। নামেই টিকে আছে কিছুকিছু। নতুন প্রজন্মকে এই গ্যাপগুলো পুরণ করতে হবে। তাদের নৃত্য চর্চায় আগ্রহী করে তুলতে উৎসাহ দিতে হবে। পৃৃষ্ঠপোষকতার মাধ্যমেই তা সম্ভব।

তিনি বলেন, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এসব ব্যাপারে আরো মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের নাচ সম্পর্কে জানাতে হবে, চর্চায় উৎসাহ ও সহায়তা দিতে হবে।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত  এপার বাংলা ওপার বাংলা নৃত্য উৎসবের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কতা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নৃত্যসারথী লায়লা হাসান, নৃত্যগুরু, কত্থক শিল্পী সাজু আহমদ, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা  জুঁই ও তার মা শুকলা দাস।

উল্লেখ্য, ৫ দিনের এই উৎসেব সিলেট ঢাকাসহ ভারতের মোট ২৩টি নাচের দল অংশ নিচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/ ২২ মার্চ ২০১৯/এক


@

শেয়ার করুন

আপনার মতামত দিন