আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জনতা ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ১৯:৫০:৫৪

সিলেট :: জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের এন্ট্রি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট কর্তৃক দু’দিনব্যাপী প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড কমবান্টিং টেরোরিস্ট ফাইন্যান্সিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার থেকে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন।

সিলেট বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, সিলেট কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক সন্দ্বীপ কুমার রায়, এন্ট্রি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট এর সহকারী মহাব্যবস্থাপক আলতাফুন নেছা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মর্জিনা খাতুন।

কর্মশালায় বিভাগীয় কার্যালয় সিলেট এর কর্মকর্তা আব্দুস সালাম ও জিয়াউর রহমানের কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। কর্মশালায় ব্যাংকের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন