আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দিরাই ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ২৩:৫৪:২৭

সিলেট :: সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে রুবায়েল আহমেদ শাকিলকে সভাপতি ও দেলোয়ার হোসেন মিশুকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি সুরঞ্জিত তালুকদার, জিন্নুরাইন মেনন, হাবিব তালুকদার, সুমন মিয়া, হাবিবুর রহমান, সুরঞ্জন দাস, আল গালিব, তাপস সূত্রধর, ইমরুল হাসান সজল, হাবিবুল ইসলাম, রবিউল হাসান, তোফায়েল আহমদ, অপু তালুকদার, হোসাইন আহমদ রুমন, এনামুল হক, সাঞ্জব আলী, সমির দাস, রাহুল চন্দ দাস, রুহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক - শাখাওয়াত শাহিদ, অনুজ কান্তি দাস, শাহজাহান মিয়া, অরুপ ব্রহ্মাচারী, আমির হোসাইন রনি, সাজু তালুকদার, আমজাদ সর্দার, সজীব ভৌমিক, স্বপন সামন্ত।

সাংগঠনিক সম্পাদক - মামুনুর রশীদ, আজাদ মোবারক, ফয়সল মিয়া, ফজলে রাব্বি চৌধুরী, বিজিত সামন্ত, মিনহাজ খোকন, ঝুমান মিয়া, প্রচার সম্পাদক-শাহ আলম রনি, সহ প্রচার সম্পাদক-মাজহারুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক- আহসান হাবিব, সহ দপ্তর সম্পাদক-তানভীর আহমেদ তুষার, অর্থ সম্পাদক-হাসান আহমদ, সহ অর্থ সম্পাদক-আব্দুল কাদির, ক্রীড়া সম্পাদক-জেনুয়ার আহমদ, সহ ক্রীড়া সম্পাদক-দীপেন ভৌমিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-তপন দাস তাপস, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-নাঈম ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-তানভীর খান তুহিন, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-সালমান আহমদ জিহাদ, শিক্ষা সম্পাদক-তুহিন তালুকদার, সহ শিক্ষা সম্পাদক-মোবাশ্¦ির হাসান, সমাজ কল্যাণ সম্পাদক-শিশির দাস শিবুল, সহ সমাজ কল্যাণ সম্পাদক-শামসুজ্জামান লিমন, পরিবেশ সম্পাদক-মো. রাজিব আহমদ, সহ পরিবেশ সম্পাদক-শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক-রেজাউল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক-অরুপ দাস, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক-মাহবুব হাসান জয়, সহ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক-গকুল দাস, ধর্ম বিষয়ক সম্পাদক-মো. আব্দুল্লাহ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক-সৈকত ভৌমিক, আপ্যায়ন সম্পাদক-কাওসার হাসান, সহ আপ্যায়ন সম্পাদক-রনি রায়।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-ইমরান হাসান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-সাজিদুল ইসলাম জয়, তথ্য ও গবেষণা সম্পাদক-সৌরভ দাস, সহ তথ্য ও গবেষণা সম্পাদক-ফয়সল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক-শাকিল আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক-গোলাম রব্বানী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক-স্বপন দাস, সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক-তপু রায়হান, আইন বিষয়ক সম্পাদক-অনুপম তালুকদার, সহ আইন বিষয়ক সম্পাদক-লিপ্টন কান্তি দাস, পাঠাগার বিষয়ক সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন চৌধুরী রোমান, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক-আবু নাঈম, কৃষি বিষযক সম্পাদক-আকাশ রায়, সহ কৃষি বিষযক সম্পাদক-মিটু দাস।

সদস্য আশরাফ আহমেদ, আবু আক্কাছ সুমন, আবু হানিফ চৌধুরী, স্নেহাশীস রায় ঝুটন, মাহমদুল হাসান , রাহুল দাস, ফাহিম আহমদ, প্রিতম রায় আকাশ, রেজাউল করিম, নরহরি তালুকদার, ফাহিম চৌধুরী, আশরাফ আহমদ, প্রকাশ সরকার, সৌরভ তালুকদার, বাবুল মিয়া, জয়ন্ত সামন্ত, বাপ্পি দাস, প্রিতম চৌধুরী, ওমর শরিফ নেহেরু, প্রদিপ দাস, পারভেজ আহমদ, শাহিন রেজা, মাসুদ রানা, পঙ্কজ তালুকদার, শাওন সামন্ত, শুভ রায় অভি , হাফিজ তুহিন, আফজাল হোসেন সুমন, চন্দন, পলাশ দাস, নাদির, রাজিব মিয়া, মিফতা উজ জামান চৌধুরী, খুরশেদ আলম তালুকদার, মো. শাহিন মিয়া, রকি আহমদ, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল ইসলাম, জাবেদ রহমান সজিব, শাহিবুল ইসলাম সোহাগ, অনিক দাস অনল, অর্চিত রায়, জোনায়েদ চৌধুরী লাভলু, তারেক হাসান, মেহেদী হাসান হাদী, নাঈম মোবারক, রিংকু তালুকদার, অপূর্ব তালুকদার, আবু ইউসুফ চৌধুরী, আফজাল হোসেন সুমন, মাসুদ সরদার, স্বপন কুমার দাস, রুবেল তালুকদার, মোজাম্মিল হক, ধ্রুব জ্যোতি দাস, পঙ্কজ নন্দী, মাহবুব হোসেন, আহার আলী, তাহমীদ নূর, শেখ মামুন আহমেদ, শহিদুল হক সৌরভ, সৌরভ আহমেদ আকাশ, বিদুৎ দাস সুমন, রাহুল দাস, জাহিদ হাসান, রতন পাল, বিপ্রজিত দাস, টুটুল চন্দদাস, অনুজ দাস, মামুন, আলী আজহার।

সংগঠনের সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাদ্দাম হোসেন, জাবেদ আহমদ, হাফিজুর রহমান কয়েছ, নাসির উদ্দিন, সাবের আলম, পঙ্কজ কান্তি দাস, সুমন তালুকদার।

সিলেটভিউ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন