আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে অবিশ্বাস্য ভোটের হিসাব!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৩ ০০:০৭:২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ গেল ১৮ মার্চ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সারাদেশের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে সিলেটের একটি উপজেলায়। আর ভোটের পরিসংখ্যানও রীতিমতো আঁতকে ওঠার মতো- মাত্র ৮ দশমিক ৬৩ শতাংশ!

এমন অবিশ্বাস্য ভোট পড়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।

শুধু তাই নয়, দ্বিতীয় ধাপে দ্বিতীয় সর্বনিম্ন ভোট পড়েছে সিলেটেরই আরেকটি উপজেলা জৈন্তাপুরে। এ উপজেলায় ভোটের হার মাত্র ৯ দশমিক ৩৮ ভাগ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলায় ভোটার আছেন ১ লাখ ৭০ হাজার ৪৫৯ জন। সদ্য শেষ হওয়া নির্বাচনে এ উপজেলায় ভোট দিয়েছেন মাত্র ১৪ হাজার ৭০৪ জন ভোটার। এ উপজেলায় মাত্র ৬ হাজার ৪৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু জাহিদ।

এদিকে, দ্বিতীয় ধাপে সারাদেশে দুটি উপজেলায় ২০ শতাংশের কম ভোট পড়েছে। তন্মধ্যে একটি সিলেটের গোয়াইনঘাট। এ উপজেলায় ভোটের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ। নির্বাচনে ১ লাখ ৭৯ হাজার ৩০২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২৯ হাজার ৬৩৩ জন।

এছাড়া সিলেটের গোপালগঞ্জে ভোট পড়েছে ৩০ দশমিক ৪৫ শতাংশ।

বাকি উপজেলাগুলোতে কিছুটা ‘সম্মানজনক’ ভোট পড়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মার্চ ২০১৯/ আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন