আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে: নৃত্যোৎসবের দ্বিতীয় দিনে বক্তারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৩ ০০:১৩:১৭

সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে: নৃত্যোৎসবের দ্বিতীয় দিনে বক্তারা

নিজস্ব প্রতিবেদক :: নৃত্যশৈলীর আয়োজনে সিলেটে ৫ দিনব্যাপী এপার বাংলা-ওপার বাংলা নৃত্যোৎসব চলছে।

উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বিকেল সাড়ে ৪টায় আলোচনাসভা, নৃত্যশৈলীর পরিবেশনায় নাচ। দ্বিতীয় পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এই পর্বের উল্লেখযোগ্য পরিবশেনা ছিল নৃত্যগুরু শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ঞা সয়ংপ্রভা তাথৈ'র নাচ।

নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অনুষ্টিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৃত্য ব্যক্তিত্ব সেলিনা হক, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ মো. মসাহিদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল ইসলাম সেলিম, নৃত্য রঙ এর পরিচালক নন্দিতা দাস প্রমুখ।

সেলিনা হক তার বক্তব্যে বলেন, এ ধরণের আয়োজন আগামী প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে। পাশাপাশি দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদও ব্যাক্ত করেন তিনি ।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মার্চ ২০১৯/এসএস/এক

শেয়ার করুন

আপনার মতামত দিন