আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গণহত্যা দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৭:২৭:২০

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা।

এসময় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘পাকিস্তানী হানাদার বাহিনী কাপুরুষের মতো পূর্বপরিকল্পনা অনুসারে ঘুমন্ত বাঙালির ওপর নৃশংস হামলা চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক মহাদুর্যোগ। পাকিস্তানিদের বর্বরতা বিশ্ব মানবতার ইতিহাসে এক ভয়ানক কালো অধ্যায়।’

তারা বলেন, ‘ভয়াবহ সেই গণহত্যা দিবস এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশকে জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।’



সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন