আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে মিডিয়া সেল চালু করবে বিজিবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৭:৫৭:০৯

সিলেট :: বিজিবি সিলেট সেক্টর গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও সঠিক তথ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি মিডিয়া সেল গঠনের উদ্যোগ নিয়েছে। সোমবার বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম, পিইসি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এ উপলক্ষ্যে দুপুরে সিলেটের আখালিয়াস্থ বিজিবি হেডকোয়ার্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, বিজিবি হেড কোয়ার্টারের স্টাফ অফিসার মেজর রাসেল ও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের বিবেক। তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।

বিজিবি সদস্য ও সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এবং তথ্য আদানপ্রদান সহজ করতে মিডিয়া সেল তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/এসআই/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন