Sylhet View 24 PRINT

গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ২২:৩১:১১

কানাইঘাট প্রতিনিধি :: গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর পরিচালনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান।

বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী সাহিদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, শ্রমীক লীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘২৫শে মার্চের কালো রাত্রিতে সেদিন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী নিরস্ত্র জনতার উপর তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠী যে গণহত্যা চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। এ গণহত্যার প্রতিরোধের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে আপামর জনতা পাকিস্তানী সামরিক জান্তার বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হন।’

সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/ এমআর/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.