আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আবার এক হচ্ছে ‘কাশ্মীর গ্রুপ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ০১:২৮:৫৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আওয়ামী পরিবারের পরিচিত নাম ‘কাশ্মীর গ্রুপ’। আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার নেতৃত্বাধীন এই বলয় বিরোধী দলে থাকাকালীন সময়ে কিংবা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছিল সক্রিয় অবস্থানে।

সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজকে কেন্দ্র করে তৈরী হওয়া এই গ্রুপের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন আওয়ামী সংগঠনের নানা পদে। ফলে এই বলয় থেকে সৃষ্টি হয়েছে অনেক নেতৃত্ব।

এই গ্রুপ থেকেই সৃষ্টি সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দের। কিন্তু, অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হওয়ার ৫-৬ বছর আগে কাশ্মীর গ্রুপ ত্যাগ করে নিজে স্বতন্ত্র বলয় তৈরী করে রাজনীতি শুরু করেন তিনি। বেশ কয়েক বছরে সিলেটের মির্জাজাঙ্গাল ও আশপাশের এলাকায় একটি বলয় তৈরীতেও সক্ষমও হন পিযুষ।

তবে এবার তার মান ভেঙেছে। আবারো ফিরে গেছেন রাজনৈতিক গুরু বিধান কুমার সাহার কাছে।

জানা গেছে, সোমবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিধান সাহার সাথে দেখা করে আবারো কাশ্মীর গ্রুপে যোগ দিয়েছেন পিযুষ কান্তি দে। দীর্ঘদিনের বিরোধ ভুলে ফিরে আসায় উচ্ছ্বসিত কাশ্মীর গ্রুপের নেতাকর্মীরা।

তারা মনে করছেন আবারো এক হয়ে সিলেটের রাজপথে যোগ দেবেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন