আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন সুমন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ২০:২৯:৩৬

সিলেট :: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়। সুমন রায় ২০১৩ সাল থেকে কলেজে শিক্ষকতা করছেন। বর্তমান কর্মস্থলে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি যোগদান করেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে তিনি নিয়মিত অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতির উপর কর্মশালায় অংশ নেন। ‘গেটওয়ে অব লার্নিং ইংলিশ’ নামে তার একটি গ্রন্থ প্রকাশ হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সিলেট জেলা সভাপতি ও ইনোভেটরের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সুমন রায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর গ্রামের ননী গোপাল রায় ও বিমলা রাণী রায়ের একমাত্র পুত্র। সুমন শালদীঘা জিজি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, দিরাই কলেজ থেকে এইচএসসি, এমসি কলেজ থেকে বিএ (অনার্স) ও এমএ (ইংরেজি) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন