আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেট এক মামলায় গ্রেফতার, বেরিয়ে এলো আরো ৪ মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ২১:৩৮:২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর শাহপরান থানাধীন গ্রিনল্যান্ড আবাসিক এলাকা থেকে নারী নির্যাতন মামলার আসামি আবুল হাসনাত সিদ্দিকী রনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রনি জকিগঞ্জের থানাবাজার গ্রামের আবুল খায়েরের ছেলে। তবে বর্তমানে তিনি গ্রিনল্যান্ড আবাসিক এলাকার ১নং রোডের একটি বাসায় বসবাস করছেন।

আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, নারী নির্যাতন মামলায় গ্রেফতারের পর খোঁজ নিয়ে দেখা গেছে, আবুল হাসনাত সিদ্দিকী রনির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি মারামারির মামলা, গোলাপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা এবং এসএমপি’র কোতোয়ালী থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ মার্চ রনি তার স্ত্রী ফারজানা আক্তার ডলির কাছে ব্যবসা করার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা আনতে অপরাগতা প্রকাশ করলে ডলিকে মারধর করেন রনি। তাকে ঘরে তালা বন্ধ করে রাখেন। খবর পেয়ে ডলির আত্মীয়স্বজনরা কাল সোমবার তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ডলির বাবা সাইব উদ্দিন আহমদ বাদী হয়ে নারী নির্যাতনের মামলা করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন