আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জিন্দাবাজারের আহমদ ম্যানশনে ক্রেতাকে আটকে রেখে মারধরের অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৩ ২২:৫৫:৩০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আহমদ ম্যানশনে এক ক্রেতাকে আটকে রেখে মারধর করেছেন ব্যবসায়ীরা। নির্যাতনের শিকার ক্রেতা নওশাদ চৌধুরী অভিযোগ করেন, দর কষাকষির এক পর্যায়ে তাকে ওই মার্কেটের ব্যবসায়ীরা তাকে আটকে রেখে মারধর করেন।

শনিবার (১৩ এপ্রিল) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ব্যাপারে আহমদ ম্যানশনের ‘নকশী বিতান’ এর স্বত্ত্বাধিকারী শাহ আলম সিলেটভিউকে জানান, ওই ক্রেতাসহ আরো ৩-৪জন তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাঁর উপরে হামলা চালান। পরে তিনি তাদেরকে প্রতিহত করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট নগরীর নবাব রোডের বাসিন্দা নওশাদ চৌধুরী রাত পৌণে দশটার দিকে আহমদ ম্যানশনের ‘নকশী বিতান’ নামের দোকানে কেনাকাটা করতে যান। বেডশিট কিনতে গিয়ে দর কষাকষির এক পর্যায়ে ক্রেতা ও বিক্রেতার মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে ওই দোকানের মালিক ও মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা নওশাদ চৌধুরী ও তার সাথে থাকা দুইজনকে আটকে মারধর করেন। পরে নওশাদ চৌধুরী তার আত্মীয়-স্বজনকে খবর দিলে তারা এসে তাঁকে উদ্ধার করেন।

নওশাদ চৌধুরী সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে আহমদ ম্যানশন সংলগ্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ এপ্রিল ২০১৯/এএইচ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন