আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নুসরাত হত্যা: বিচার দাবিতে সিলেটে এক কাতারে আ.লীগ-বিএনপি নেতারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ২১:০৭:৫৯

সিলেট :: ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) সিলেট এর উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।

এ মানববন্ধনে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা এক কাতারে দাঁড়িয়ে বিচার দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহসভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম প্রমুখ।

সংগঠনের সভাপতি আব্দুল হাছিবের সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দীকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ তাহের, মাহফুজ আহমদ চৌধুরী, মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, ছাত্রনেতা ফাহিম রহমান মৌসুম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ গণসংযোগ সম্পাদক উজ্জল রন্জন চন্দ্র, হিউম্যান কেয়ার বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি এস রহমান সায়েফ, সিলেট উন্নয়ন সংস্থার সহ সভাপতি আলী আকবর রাজন, শিশু সুরক্ষা কমিটির সদস্য ইউসুফ আহমদ, ছাত্রনেতা সাজু, ছাত্রনেতা সিপু হাসান, সাজু মাহমুদ, সামাদ আহমদ, মাসুম আহমদ চৌধুরী, মাসুদুর রহমান মাসুম, রোটারিয়ান কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলনের নেতা ইমন খাঁন, জাহেদ, দুলাল, সুমন, শফিউর, কয়েস,  সুমন ,ছাত্রনেতা ফয়সল আহমদ, আব্দুল মুমিন, মোহাইমিনুল ইসলাম মাহিন, ফেরদৌসি চৌধুরী ইরা, আরমান আহমেদ মুন্না, মিনহাজ হোসাইন রনি, দাইয়ান, রকিব দেওয়ান, আহমেদ হুজায়ফা, ইমরান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ এপ্রিল ২০১৯/ প্রেবি/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন