আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বর্ষবরণ সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করলো রক্তিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ২২:১১:৪১

সিলেট :: পয়লা বৈশাখ ১৪২৬ উপলক্ষে সিলেট সরকারি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় আয়োজন করে সাংস্কৃতিক প্রতিযোগিতার। আবৃত্তি, সংগীত ও যেমন খুশি তেমন সাজো বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত বিভাগে ১ম স্থান অর্জন করেন রক্তিম গুপ্ত। রক্তিম সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের ছোট সন্তান। সে প্রথমবারের মতো কোন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরীর কাছ থেকে সংগীত বিভাগের প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করে রক্তিম গুপ্ত।

সে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, সিলেটের প্রথমবর্ষের ছাত্র এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক এন্দ টনির কাছে তার সংগীতের হাতেখড়ি। রক্তিম গুপ্তের পিতা-মাতা তাদের সন্তানের জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন