Sylhet View 24 PRINT

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বেকা সিলেট ইউনিটের পহেলা বৈশাখ উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১২:০১:১৬

সিলেট :: সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। জম জম বাংলাদেশের সহযোগিতায় নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

রবিবার বেলা ১১টায় সিলেট নগরীর উমরশাহ তের রতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসোসিয়েশনের সভাপতি, নর্থইস্ট হাসপাতাল, সিলেট সেন্ট্রাল ডেন্টাল হাসপাতাল ও সৈনিক মতিউদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না পরিচালনায় শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জম জম বাংলাদেশের নির্বাহী পরিচালক, বেকা সিলেট ইউনিটের উপদেষ্টা, সাবেক সভাপতি ও জালালাবাদ গ্যাসের সাবেক জি.এম মাহবুব ছোবহানী চৌধুরী, সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী, উমরশাহ তের রতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উস্তর মিয়া, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, বেকা সিলেট ইউনিটের সহ সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সম্পাদক বিভাস রায়, যুগ্ম সম্পাদক আহমদ উল মুহাইমিন চৌধুরী টিপু, নির্বাহী সদস্য মো. আতিকুর রেজা চৌধুরী, মিলাদ হোসেন, সদস্য এম.এ মতিন, সিলেট সরকারি এমসি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক প্রভাষক মো. জয়নাল আবেদীন, কো-অপ্ট সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, বদরুল ইসলাম মিলন, এডভোকেট মো. বুরহান উদ্দিন, পিকলু কুমার সরকার, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মাসুদ, শেখ তোফায়েল আহমদ, মো. মোনায়েম খান শিহাব প্রমুখ।

জম জম বাংলাদেশের সুবিধা বঞ্চিত ৬ শতাধিক শিশুর মধ্যে তৈরী খাবার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পিকলু কুমার সরকারের সহযোগিতায় সজিব কর্পোরশনের সিজান গ্রুপের ৬ শত পাখা শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন, আজ যারা শিশু, তারা আগামী দিনের ভবিষ্যত। তোমাদেরকেও আমার জায়গায় আসার যোগ্যতা অর্জন করতে হবে। এখন থেকে মনে মনে এই শপথ গ্রহণ কর। তিনি বেকা সিলেট ইউনিট ও জম জম বাংলাদেশের এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.