আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

এমসি কলেজ জাগরণের বৈশাখী সংখ্যার মোড়ক উন্মোচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১২:০৫:২২

আশরাফ আহমেদ,  এমসি  কলেজ :: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ত্রৈমাসিক পত্রিকা "জাগরণ"র বৈশাখী সংখ্যা প্রকাশ করা হয়েছে।


রবিবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন মঞ্চে নতুন এই সংখ্যার মোড়ক উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সালেহ আহমেদ, সহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ।


জাগরণের চতুর্দশ সংখ্যা সম্পর্কে মুকপ সভাপতি বলেন, এমসি কলেজে ধারাবাহিকভাবে কোন সাহিত্য পত্রিকা কবিতা পরিষদই প্রকাশ  করে থাকে। সকলের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও আমরা বৈশাখী সংখ্যা প্রকাশ করতে সক্ষম হয়েছি। জাগরণের এই সংখ্যায় মানসম্মত লেখার দ্বারা  কিছুটা ব্যতিক্রম আনার চেষ্টা করেছি, আশা করছি পাঠক এতে তৃপ্তি পাবেন।


উল্লেখ্য, " অখন্ড পৃথিবী অসীম কবিতা " এই স্লোগান কে সামনে রেখে ২০১১ সাল থেকে  যাত্রা শুরু করা সংগঠন টি,কলেজ ক্যাম্পাসে বইমেলার আয়োজন সহ বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক কাজ করে থাকে।


সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/আআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন