আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দিরাইয়ে 'খলা' তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৫:২৯:২৩

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ের বিভিন্ন হাওরে পাকতে শুরু করেছে বোরো ধান। গাছে গাছে দোলছে আধপাকা ধান।

কৃষকরা ফসল ঘরে তুলতে নিচ্ছেন নানা ধরনের প্রস্তুতি। বরাম হাওরে ঘুরে দেখা গেছে কোথাও কোথাও ইতোমধ্যে কৃষকরা ধান কাটতে শুরু করেছেন।

সোমাবার উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে, আর ফসল ঘরে তোলতে কৃষকরা মারাই মেশিন, গরুর গাড়ী, প্রয়োজনীয় উপকরণ গুলো ঠিকঠাক করা ছাড়াও নতুন করে কিনে আনছে নানা উপকরণ।

এছাড়াও ধান শুকানোর জন্য খলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।

কৃষক এছান আলী বলেন, ধান পাকতে শুরু করেছে, ইত্যিমধ্যে আমরা বৈশাখীর সব ধরনের প্রস্ততি নিয়ে ফেলেছি, যদিও ধান কাটার জন্য বেপারী পাওয়া যায়নি।।

জয়ধন দাস বলেন, এখন ধান কাটা শুরু হয়নি উপজেলার বিভিন্ন গ্রামে ধান কাটার প্রস্তুতি নিচ্ছে কৃষক। আশা করি সপ্তাহ/ দশ দিনের মধ্যে ধান কাটা পুরোদমে শুরু হয়ে যাবে।

তিনি আরো বলেন, এবছর ধানের ফলন ভালো হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশার চেয়ে বেশি ধান ঘরে তুলতে পারব। এই আশায় খলা তৈরি করে চলেছি।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এইচপি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন