আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আজ হালখাতা অনুষ্ঠানে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৫:৩৪:০৭

নিজস্ব প্রতিবেদক :: সারাদেশে গতকাল রবিবার পহেলা বৈশাখ উদযাপিত হলেও সনাতন ধর্মাবলম্বীরা আজ পালন করছেন ১৪২৬ বঙ্গাব্দের ১ম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। তাই দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও শাস্ত্রীয় চিরায়ত  নিয়ম অনুযায়ী সনাতন ধর্মাম্বলী ব্যবসায়ীরা  আজ সোমবার পালন করছেন শুভ হালখাতা অনুষ্ঠান।

পুরাতন হিসাব নিকাশ চুকিয়ে নতুন খাতায় হিসাব শুরুর এ প্রক্রিয়াই হালখাতার সাথে আনুষাঙ্গিক পূজা অর্চনা।

এ উপলক্ষ্যে  ব্যবসায়ীদের দোকান সাজানো হয় নানা রঙের ফুল আর আমপাতা দিয়ে। সকাল থেকেই শুরু হয় গনেশ পুজা, তারপরই শুরু  হালখাতার মূল আনুষ্ঠানিকতা।

 সারাদিনব্যাপী দোকান চলে ক্রেতাদের মিষ্টি বিতরন এবং আতিথেয়তা। সেই সাথে লেনদেন নিষ্পত্তি হয় বকেয়া পাওয়ানার। এভাবেই সময়ের আবর্তে প্রবাহমান হালখাতা, যার ঐতিহ্য ধরে রেখেছে দেশের সনাতন ধর্মের ব্যবসায়ীরা।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ এপ্রিল ২০১৯/ এমকে/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন